সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২

রামপুরায় ২৮ জন হত্যার ঘটনায় ট্রাইব্যুনালে হাজির দুই সেনা কর্মকর্তা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫, ১২:৪০

ছবি: সংগৃহীত

রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানিতে কর্নেল রেদোয়ান ও মেজর রাফাতকে সোমবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ হাজির করা হয়েছে। এ সময় ট্রাইব্যুনাল চত্বর ছিল কড়া নিরাপত্তাবলয়ে ঘেরা।

সকাল সাড়ে ৯টায় ট্রাইব্যুনালে তাদের উপস্থিত করা হয়। বিচারিক প্যানেলকে নেতৃত্ব দেন চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার। অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

মামলার অন্য আসামিরা হলেন— বিজিবির মেজর মো. রাফাত বিন আলম মুন, ঢাকা মহানগর পুলিশের খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান।

গত ৮ অক্টোবর রাজধানীর রামপুরায় ছাত্র-জনতার আন্দোলনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে ২৮ জন নিহত হন এবং আরও অনেকে আহত হন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, তখন বিজিবি কর্মকর্তা কর্নেল রেদোয়ানুল ইসলাম সরাসরি আন্দোলনকারীদের ওপর গুলি চালিয়েছিলেন এবং অন্যান্য আসামিরাও ঘটনার নেতৃত্ব দিয়েছিলেন।

ট্রাইব্যুনাল অভিযোগপত্র গ্রহণের সঙ্গে সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top