বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৫, ১৭:১৬

সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বুধবার (২৬ নভেম্বর) জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় ঘোষণা করেছে।

রায়ের নির্দেশে তাদের দেশে থাকা সব সম্পত্তিও বাজেয়াপ্ত হবে। আগামী ৩০ দিনের মধ্যে তারা আপিল করতে পারবেন।

মামলায় রাজসাক্ষী সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ ছিল, যার মধ্যে তিনটির জন্য মৃত্যুদণ্ড এবং দুইটির জন্য আমৃত্যু কারাদণ্ড প্রদান করা হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top