বৃহঃস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২

প্লট দুর্নীতি মামলা: শেখ হাসিনার ২১, জয়-পুতুলের ৫ বছর, পূর্ণাঙ্গ রায়

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৫, ১৩:১০

সংগৃহীত

ঢাকার পূর্বাচলে রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের ৫ বছর করে কারাদণ্ড হয়েছে। সেই সঙ্গে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

আজ (বৃহস্পতিবার, ২৭ নভেম্বর) দুপুরে ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আব্দুল্লাহ আল মামুন এই রায় ঘোষণা করেন। এর আগে সকালে এই পৃথক তিন মামলায় শেখ হাসিনাকে সাত বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

এই তিনটি মামলায় শেখ হাসিনা পরিবারসহ মোট ৪৭ জন অভিযুক্ত ছিলেন, তবে ব্যক্তি হিসাবে সংখ্যাটি ২৩। ৯১ জনের সাক্ষ্যগ্রহণে প্রমাণিত হয়েছে যে, রাজধানীতে জমি থাকা সত্ত্বেও ক্ষমতার অপব্যবহার করে তাঁরা সরকারি প্লট নেন এবং মিথ্যা হলফনামা দাখিল করেন।

মামলার শুরু থেকেই শেখ হাসিনা, জয় ও পুতুল পলাতক থাকায়, তাঁদের অনুপস্থিতিতেই বিচারকাজ সম্পন্ন হয়। তবে একমাত্র গ্রেপ্তার আসামি রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলমকে আদালত ১ বছরের কারাদণ্ড দিয়েছেন।

শেখ হাসিনা পরিবার ছাড়াও সাবেক গৃহায়ণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং রাজউক ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তাসহ আরও ২০ জনকে এই মামলায় আসামি করা হয়েছিল। গত বছরের আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর এই দুর্নীতির অভিযোগ সামনে আসে। এখন সবার নজর রেহানা পরিবারের প্লট দুর্নীতির তিন মামলার দিকে, যার রায় ঘোষণা হবে আগামী ১ ডিসেম্বর।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top