রাজউকের প্লট জালিয়াতি মামলায় শেখ হাসিনা–রেহানা–টিউলিপের রায় আজ

স্টাফ ‍রিপোটার, ঢাকা | প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৫, ০৯:২৬

ছবি: সংগৃহীত

রাজধানীর পূর্বাচলে রাজউকের প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার বোন শেখ রেহানা ও ব্রিটিশ পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণা করা হবে আজ সোমবার (১ ডিসেম্বর)।

ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম বেলা ১১টার পর এ মামলার রায় ঘোষণা করবেন। মামলায় মোট আসামি ১৭ জন।

এর আগে প্লট দুর্নীতির তিন মামলায় গত ২৭ নভেম্বর শেখ হাসিনাকে প্রতিটি মামলায় ৭ বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড দেন আদালত। একই দিনে আরেক মামলায় তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে ৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

আজ ঘোষিতব্য রায়ে নতুন করে সাজার মুখোমুখি হতে পারেন শেখ রেহানা ও তার মেয়ে টিউলিপ সিদ্দিক। এ মামলায় প্লট গ্রহীতা হিসেবে প্রধান আসামি করা হয়েছে শেখ রেহানাকে, দ্বিতীয় আসামি টিউলিপ সিদ্দিক এবং তৃতীয় আসামি হিসেবে রয়েছেন শেখ হাসিনা।

এই মামলায় আরও আসামি রয়েছেন  মো. সাইফুল ইসলাম সরকার (প্রশাসনিক কর্মকর্তা, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়), সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (অব.) সামসুদ্দীন আহমেদ চৌধুরী, সাবেক পরিচালক নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, উপপরিচালক নায়েব আলী শরীফ, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

এসব আসামির মধ্যে খুরশীদ আলম কারাগারে আটক রয়েছেন। বাকিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে পৃথক ছয়টি মামলা করে দুদক। ইতোমধ্যে তিনটির রায় ঘোষণা হয়েছে। আজ চতুর্থ মামলার রায় দেওয়া হবে। গত ৩১ জুলাই এ মামলার চার্জ গঠন করা হয়। বিচার চলাকালে মোট ৩২ জন সাক্ষ্য দেন।

অভিযোগে বলা হয়, ক্ষমতায় থাকাকালে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা অর্পিত ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল আবাসিক প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর রোডের ৬টি প্লট নিজেদের নামে বরাদ্দ নেন, যা পাওয়ার যোগ্য ছিলেন না। অভিযোগে আরও বলা হয়, অসৎ উদ্দেশে নিজেদের ‘গরীব’ দেখিয়ে এসব প্লট নেওয়া হয়।

আজকের রায়ের মাধ্যমে মামলার গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top