পিলখানা হত্যাকাণ্ড
স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে ৪৯ জনকে দায়ী করা হলো
স্টাফ রিপোটার, ঢাকা | প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৫, ১১:৩৬
রাজধানীর পিলখানায় ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি সংঘটিত বর্বর হত্যাকাণ্ডের ঘটনায় স্বাধীন তদন্ত কমিশন ৪৯ জনকে দায়ী করেছে। অভিযুক্তদের মধ্যে রাজনীতিবিদ, সাবেক সামরিক কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার সদস্য, র্যাব ও বিডিআর কর্মকর্তা, সাবেক ও বর্তমান আইজিপি এবং তিনজন সাংবাদিক রয়েছেন।
কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রত্যক্ষ মদদে ভারতের গোয়েন্দা সংস্থার ২৪ কর্মকর্তা হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন। প্রতিবেদনে অভিযুক্তদের বিরুদ্ধে নতুন করে তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
তদন্তে উঠে এসেছে, পিলখানার কেন্দ্রীয় মসজিদে তৎকালীন সংসদ সদস্য ফজলে নূর তাপস ও আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের উপস্থিতিতে কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, যেখানে অফিসারদের জিম্মি করার এবং হত্যার পরিকল্পনা নেওয়া হয়েছিল। এছাড়াও, ভারতের গোয়েন্দাদের উপস্থিতিতে চূড়ান্ত পরিকল্পনা প্রণয়ন করা হয়।
কমিশনের প্রতিবেদনে ১৭ জন রাজনীতিকের নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন: শেখ হাসিনা, ফজলে নূর তাপস, শেখ সেলিম, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, কামরুল ইসলাম, সাহারা খাতুন, ওয়ারেসাত হোসেন বেলাল, মাহবুব আরা গিনি, আসাদুজ্জামান নূর, তানজীম আহমদ সোহেল তাজ, মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, শাহীন সিদ্দিক, কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, মেহের আফরোজ চুমকি, লেদার লিটন এবং মেজর (অব.) খন্দকার আব্দুল হাফিজ।
সেনা, পুলিশ ও গোয়েন্দা সংস্থার ৩০ জনের বেশি কর্মকর্তার ওপর দায়িত্বহীনতা, অবহেলা ও সন্দেহজনক আচরণের অভিযোগ আছে। তৎকালীন সেনাপ্রধান জেনারেল মইন ইউ আহমেদ, নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল জহির উদ্দীন আহম্মেদ, বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল এস এম জিয়াউর রহমানসহ ১২ জন সাবেক সামরিক কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠে এসেছে।
কমিশন প্রতিবেদনে উল্লেখ করেছে, পিলখানা হত্যাকাণ্ড চলাকালে কিছু সংবাদমাধ্যম লাইভ প্রচার ও টকশোর মাধ্যমে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে উত্তেজনাপ্রসূত সংবাদ পরিবেশন করে, যা পরিস্থিতি জটিল করে তোলে। বিদ্রোহীরা সাংবাদিকদের মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করায় জনমনে সেনাবাহিনীর প্রতি নেতিবাচক মনোভাব তৈরি হয়।
কমিশন সুপারিশ করেছে, ট্রাইব্যুনালের মাধ্যমে পুনঃতদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করা হোক। পাশাপাশি প্রতিবেদনের বিষয়বস্তু সবার কাছে প্রকাশ করা হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, তদন্ত কমিশনের সুপারিশগুলো গুরুত্বসহকারে বাস্তবায়ন করা হবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।