বিজিবি কর্মকর্তাসহ দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে মামলা

রামপুরায় ২৮ হত্যার ঘটনায় ট্রাইব্যুনালে হাজিরা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৫, ১১:৪১

ছবি: সংগৃহীত

জুলাই–আগস্টে রামপুরায় ছাত্র-জনতার আন্দোলনের সময় ২৮ জন নিহতের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম ও মেজর মো. রাফাত বিন আলমকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার পর ঢাকার সেনানিবাসের বিশেষ কারাগার থেকে প্রিজনভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে আনা হয়, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে। এই মামলায় চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানি পরিচালনা করবে প্রসিকিউশন। ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে শুনানি হবে।

নিরাপত্তার কারণে ট্রাইব্যুনালের আশপাশে হাইকোর্ট পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

মামলার অন্য দুই পলাতক হলেন—ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান। গত ২৪ নভেম্বর তাদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ করা হয়েছিল।

এর আগে, ২২ অক্টোবর সেনা হেফাজতে থাকা রেদোয়ান ও রাফাতকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। শোনা যায়, রামপুরায় আন্দোলনকারীদের সরাসরি গুলি ছুড়তে দেখা গেছে রেদোয়ানুলকে। তদন্ত সংস্থার প্রতিবেদন অনুযায়ী, চারজনের বিরুদ্ধে আলাদা ফরমাল চার্জ দাখিল করেছে প্রসিকিউশন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top