বৃহঃস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২

ট্রাইব্যুনালে বিচার শুরু: অভিযুক্ত শেখ হাসিনা ও ১২ জেনারেল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫, ১৭:৩৫

সংগৃহীত

গুম ও নির্যাতনের অভিযোগে এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার ট্রাইব্যুনাল-১ এই ঐতিহাসিক আদেশ দেয়। মামলায় ডিজিএফআইয়ের সাবেক তিন কর্মকর্তাকে এরই মধ্যে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

এই মামলায় পলাতক রয়েছেন ১০ জন, যাদের মধ্যে ৫ জনই ডিজিএফআই-এর সাবেক মহাপরিচালক। সাবেক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে জেআইসি সেলে ২৬ জনকে গুম ও নির্যাতনের প্রমাণ পেয়েছে প্রসিকিউশন।

২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত পরিচালিত এই ভয়াবহ নির্যাতনের চিত্র তুলে ধরেছে প্রসিকিউশন। শেখ হাসিনার পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মো. আমির হোসেনকে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top