৫ বছরের সাজা থেকে খালাস চেয়ে সাবেক আইজিপির আপিল
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫, ১২:০০
রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন মানবতাবিরোধী অপরাধে ৫ বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছেন। তার পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আপিলের প্রক্রিয়ায় ‘অ্যাডভোকেট অন রেকর্ড’ হচ্ছেন মধুমালতি চৌধুরী বড়ুয়া।
২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গত ১৭ নভেম্বর সাবেক এই আইজিপিকে ৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত করে।
মামলার রায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। ট্রাইব্যুনাল জানায়, এই মামলায় শেখ হাসিনা ‘সুপিরিয়র রেসপনসিবিলিটি’ অনুযায়ী ড্রোন, হেলিকপ্টার ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি তার নির্দেশ বাস্তবায়ন করেছেন।
ট্রাইব্যুনাল মন্তব্য করেছে, তারা যেসব অপরাধ করেছেন তা সর্বোচ্চ শাস্তির যোগ্য। ইতোমধ্যে প্রসিকিউশনও একই মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর মৃত্যুদণ্ড নিশ্চিত করতে আপিল করেছে। এর মধ্যে সাবেক আইজিপি মামুন ৫ বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।