১০ সেনা কর্মকর্তাসহ শেখ হাসিনার বিরুদ্ধে বিচার শুরুর আদেশ
শেখ হাসিনাসহ ১৭ জনের বিচার শুরু: গুম ও নির্যাতনের চাঞ্চল্যকর মামলা!
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ১৭:৪৮
আওয়ামী লীগ সরকারের আমলের বহুল আলোচিত গুম ও নির্যাতনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মঙ্গলবার বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেন। প্রসিকিউশন পক্ষ থেকে জানানো হয়েছে, টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে গুম করে নির্যাতনের অভিযোগে চারটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছেন গ্রেপ্তার হওয়া ১০ জন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা। অন্যদিকে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালসহ ৭ জন এই মামলায় পলাতক রয়েছেন।
আসামিপক্ষ অব্যাহতির আবেদন জানালেও আদালত তা খারিজ করে দিয়েছেন। বিচারক আগামী ২১ জানুয়ারি মামলার সূচনা বক্তব্য এবং সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। এই প্রথম বাংলাদেশে গুমের মতো স্পর্শকাতর বিষয়ে কোনো সরকার প্রধান ও সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা বিচারিক প্রক্রিয়ায় গড়াচ্ছে। দেশের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল গুমের শিকার হওয়া পরিবারগুলোর ন্যায়বিচার।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।