শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২

প্যারোলে মুক্তি পেয়ে শ্বশুরের জানাজায় অংশ নিলেন আ. লীগ নেত্রী মার্জিয়া নিতু

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫, ১৬:৪৯

সংগৃহীত

পটুয়াখালীর গলাচিপায় তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে শ্বশুরের জানাজায় অংশ নিয়েছেন উপজেলা আওয়ামী লীগের নেত্রী, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়ার্না মার্জিয়া নিতু।

জানা গেছে, গত শুক্রবার ঢাকার মহাখালী জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার শ্বশুর মো. সেলিম খান মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর খবর পাওয়ার পর প্রশাসনের অনুমতিক্রমে ওয়ার্না মার্জিয়া নিতুকে সীমিত সময়ের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়।

পুলিশ সূত্র জানায়, শুক্রবার বিকেলে পটুয়াখালী জেলা কারাগার থেকে তাকে আনা হয়। পরে গলাচিপা উপজেলার জৌনপুরী খানকায় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত জানাজায় তিনি অংশ নেন। জানাজা শেষে শ্বশুরের দাফন সম্পন্ন করা হয়।

নির্ধারিত সময় শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে ওয়ার্না মার্জিয়া নিতুকে পুনরায় পটুয়াখালী জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top