সাকিবুল হাসান হত্যাকান্ডে প্রধান আসামিকে ধরতে অভিযান জোরদার করেছে পুলিশ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৪ জানুয়ারী ২০২৬, ১৩:০৯
সাকিবুল হাসান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত দুইজনকে আটক করেছে পুলিশ। তবে মামলার প্রধান আসামিকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান এখনো অব্যাহত রয়েছে।
রোববার (৪ জানুয়ারি) রাজধানীর ফার্মগেট মোড়ে শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচিতে উপস্থিত হয়ে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা।
এডিসি জানান, শিক্ষার্থীদের দাবির প্রতি পুলিশের সর্বোচ্চ সমর্থন রয়েছে এবং তাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব সাহায্য করা হচ্ছে। তিনি বলেন, “যেহেতু শিক্ষার্থীরা দেশের জন্য অনেক অবদান রাখে, তাই তারা দ্রুত সমাধান চাইছে। আমরাও দ্রুত সময়ের মধ্যেই এই ঘটনার সমাধান করার চেষ্টা করছি।”
তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত মোট দুইজনকে আটক করা হয়েছে। এর মধ্যে একজনকে ডিবি পুলিশ এবং আরেকজনকে থানা পুলিশ আটক করেছে।
মামলার অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, “শুরুতে ঘটনাটি দণ্ডবিধির ৩২৬ ধারায় মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছিল। পরে ভুক্তভোগীর মৃত্যু হওয়ায় এটি হত্যা মামলায় রূপান্তরিত হয়েছে।”
প্রধান আসামি এখনো গ্রেপ্তার না হওয়া প্রসঙ্গে এডিসি জানান, তাকে প্রকাশ্যে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে এমন তথ্য সঠিক নয়। তিনি বলেন, “যতক্ষণ পর্যন্ত কেউ গ্রেপ্তার না হয়, ততক্ষণ সে দেশে থাকতেই পারে, যদি না সে পালিয়ে যায়। আসামিকে ধরতে ডিবি, থানা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট কাজ করছে। আশপাশের সব থানাকে বিষয়টি জানানো হয়েছে। যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ মামলা, তাই সর্বোচ্চ গুরুত্ব দিয়েই তদন্ত ও অভিযান চালানো হচ্ছে।”
এর আগে রোববার সকাল সোয়া দশটার দিকে ফার্মগেট মোড় অবরোধ করেন তেজগাঁও কলেজসহ আশপাশের কয়েকটি কলেজের শিক্ষার্থীরা। এতে প্রায় তিন ঘণ্টার বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ এই সড়কের যান চলাচল বন্ধ ছিল।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।