ঘরে বসেই বানান সুস্বাদু কিমা পোলাও
লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২৬, ১৬:৪৭
পোলাও মানেই বিশেষ স্বাদ। সাধারণত অতিথি আপ্যায়ন বা বিশেষ অনুষ্ঠানেই রান্না করা হয়। এবার একটু ভিন্ন স্বাদে চেষ্টা করুন কিমা পোলাও। এটি রান্না সহজ এবং খেতেও দারুণ সুস্বাদু।
উপকরণ:
- পোলাও চাল – ২ কাপ
- মাংসের কিমা – ১ কাপ
- ঘি – ১/৪ কাপ
- পেঁয়াজ কুচি – ২ টেবিল চামচ
- দারুচিনি – কয়েক টুকরা
- এলাচ – ৪টি
- লবঙ্গ – ২টি
- আদা বাটা – ২ চা চামচ
- জয়ত্রি গুঁড়া – আধা চা চামচ
- জয়ফল বাটা – আধা চা চামচ
- ফুটানো গরম পানি – ৩ কাপ
- লবণ – স্বাদমতো
- কাঁচা মরিচ – কয়েকটি
রান্নার ধাপ:
- প্যান-এ ঘি গরম করে দারুচিনি, এলাচ ও লবঙ্গ দিন।
- পেঁয়াজ কুচি দিয়ে হালকা লাল করে ভাজুন।
- আদা বাটা দিয়ে নাড়াচাড়া করুন, এরপর কিমা যোগ করুন।
- জয়ত্রি গুঁড়া ও জয়ফল বাটা মিশিয়ে ৪–৫ মিনিট রান্না করুন।
- চাল দিয়ে ২–৩ মিনিট ভুনে নিন, তারপর ফুটানো পানি ও লবণ দিন।
- উপরে কয়েকটি কাঁচা মরিচ ছড়িয়ে ৫ মিনিট রান্না করুন।
- চুলার আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে ১২–১৫ মিনিট দমে রাখুন।
শেষে ঢাকনা খুলে, ইচ্ছা করলে ৫ মিনিট আরও ঢেকে রাখতে পারেন। পরিবেশনের সময় বেরেস্তা ছড়িয়ে পরিবেশন করুন।
এই সহজ রেসিপি অনুসরণ করে পরিবার ও অতিথিদের জন্য ঘরে বসেই তৈরি করতে পারবেন চমৎকার কিমা পোলাও।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।