শনিবার, ৩ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

ভোজ্যতেল সরবরাহে গাফিলতি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ মার্চ ২০২২, ০৬:৪৩

ভোজ্যতেল সরবরাহে গাফিলতি

ভোজ্যতেল আমদানিতে কোনো ঘাটতি না থাকলেও কোম্পানির কারসাজিতে বাজারে সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরি হয়েছে- এমন অভিযোগের পরিপেক্ষিতে পরিশোধনকারী কোম্পানিগুলোর কারখানা পরিদর্শন শুরু করেছিল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এতে প্রাথমিকভাবে তিনটি কোম্পানির গাফিলতির প্রমাণ মিলেছে। সেসব কোম্পানিকে উপযুক্ত ব্যাখ্যা প্রদানের জন্য তলব করা হয়েছে।

সংস্থাটির তথ্যে জানা গেছে, অভিযুক্ত কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড ও টি কে গ্রুপ সংকটকালীন তেলের সরবরাহ কমিয়ে দিয়েছিল। এছাড়া এস আলম গ্রুপ তাদের রিফাইনারি ও বোতলজাতকরণ শাখা বন্ধ রাখার পাশাপাশি বেশি দামে তেল বাজারজাত করেছে।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top