• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


শ্রীলঙ্কাকে দেওয়া ঋণ পরিশোধে সময় বাড়িয়েছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ মে ২০২২, ১৮:১৪

শ্রীলঙ্কাকে দেওয়া ঋণ পরিশোধে সময় বাড়িয়েছে বাংলাদেশ

শ্রীলঙ্কাকে ২০ কোটি ডলার ঋণ দিয়েছিল বাংলাদেশ। দেশটি চরম আর্থিক সংকটে পড়ায় এই মুহুর্তে ঋণ পরিশোধ করতে পারছে না। এ কারণে শ্রীলঙ্কাকে দেওয়া ঋণ পরিশোধে ১ বছর সময় বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের পর্ষদ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।

রোববার (৮ মে) বাংলাদেশ ব্যাংকের পর্ষদ সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে সভায় ব্যাংকের পরিচালকগণ, ডেপুটি গভর্নর ও সংশ্লিষ্ট বিভাগের নির্বাহী পরিচালকরা উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, শ্রীলঙ্কা যে আর্থিক সংকটে পড়েছে তাতে তারা এখন ঋণ পরিশোধ করার সক্ষমতা নেই। আর এই বিবেচনায় পর্ষদ আরও এক বছর সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম জানান, শ্রীলঙ্কা চরম আর্থিক সংকটে পড়েছে এটি সবারই জানা। আর তাই দেশটির সংকটময় পরিস্থিতির কথা বিবেচনা করে ঋণ পরিশোধে সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক ও সেন্ট্রাল ব্যাংক অব শ্রীলঙ্কার মধ্যে দ্বিপক্ষীয় কারেন্সি সোয়াপ চুক্তির আওতায় দেশটির অনুকূলে তিন দফায় ২০ কোটি ডলার ছাড় করা হয়েছে। আর এটি কোনো প্রতিবেশী দেশকে দেয়া বাংলাদেশের প্রথম ঋণ। এই ঋণের ক্ষেত্রে শ্রীলঙ্কার সরকারের গ্যারান্টি রয়েছে। তিন মাস মেয়াদি কারেন্সি সোয়াপ হলেও চুক্তিতে এক বছর পর্যন্ত বাড়ানোর সুযোগ রয়েছে। ফলে তিন মাস পরপর এক বছর পর্যন্ত এ ঋণের মেয়াদ এমনিতেই বাড়বে। এ ক্ষেত্রে লন্ডন আন্তঃব্যাংক অফার রেট বা লাইবরের সঙ্গে দেড় শতাংশ সুদ পাবে বাংলাদেশ। অর্থ ছাড়ের পর থেকে সুদ ও পরিশোধের সময় হিসাব করা হবে।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top