• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


বাজেট উপস্থাপন আজ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ জুন ২০২২, ১৯:০৩

বাজেট উপস্থাপন আজ

বৃহস্পতিবার (৯ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে চলমান বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন। আগামী ১ জুলাই থেকে নতুন অর্থবছরের বাজেট কার্যকর হবে।

এবারের বাজেটের সম্ভাব্য আকার হতে পারে ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা।

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেট অধিবেশন শুরু হওয়ার আগে দুপুর ১২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভায় বাজেট উপস্থাপনের জন্য অনুমোদন নেওয়া হবে। এটি দেশের ৫১তম এবং অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের ৪র্থ বাজেট।  

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অর্থমন্ত্রী সংসদে সাদা পায়জামা-পাঞ্জাবি এবং মুজিব কোট পরে তার ৪র্থ বাজেট উপস্থাপন করবেন।

অর্থমন্ত্রী পবিত্র কোরআন থেকে ‘তাবা-রাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুওয়া আলা কুল্লি শাই-ইন কাদীর’ আয়াত উল্লেখ করে তার বাজেট বক্তৃতা শুরু করবেন। এরপর তিনি বাঙালি জাতির চিরন্তন প্রেরণার উৎস, বাঙালির বরপুত্র, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, মৃত্যুঞ্জয়ী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতাসহ ১৫ আগস্টের সব শহিদ ও জেল খানায় শহিদ জাতীয় চার নেতাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবেন।

এ ছাড়া স্বাধিকার থেকে স্বাধীনতা আন্দোলনের সব নির্ভীক বীর সন্তান এবং মহান মুক্তিযুদ্ধে শহিদ ত্রিশ লাখ বীর মুক্তিযোদ্ধা ও সম্ভ্রম হারানো ২ লাখ মা-বোনকে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর তিনি সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন।

অর্থমন্ত্রী ২০৪১ সালে একটি জ্ঞানভিত্তিক, সুখী-সমৃদ্ধ বাংলাদেশ এবং ২১০০ সালে নিরাপদ বদ্বীপ বাংলাদেশ বিনির্মাণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্তর মন-প্রথিত সোনার বাংলার সুবর্ণ রেখাটি স্পর্শ করার ইচ্ছে ব্যক্ত করবেন এবং পবিত্র কোরান থেকে ‘সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন’ আয়াতটি পাঠ করে তার বাজেট বক্তৃতা শেষ করবেন।

এবারের বাজেটে প্রাধিকার পাবে দেশের প্রান্তিক জনগোষ্ঠী। ‘কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন’ শিরোনামের এবারের বাজেট প্রস্তুত হয়েছে সরকারের অতীতের অর্জন এবং উদ্ভূত বর্তমান পরিস্থিতির সমন্বয়ে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবারের বাজেটে সঙ্গত কারণেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বৈদেশিক বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি, কৃষি, স্বাস্থ্য, মানবসম্পদ, কর্মসংস্থান ও শিক্ষা খাতসহ বেশ কিছু খাতকে।

 



বিষয়: বাজেট


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top