• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


বন্যাদুর্গত এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছে বিজিবি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৯ জুন ২০২২, ০৪:৩০

বন্যাদুর্গত এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছে বিজিবি

সিলেট ও সুনামগঞ্জের বন্যাদুর্গত এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পানিবন্দি মানুষদের নিরাপদ আশ্রয় নেওয়া, শুকনো খাবার বিতরণ, চিকিৎসা সেবা দিচ্ছে বিজিবি।

শনিবার (১৮ জুন) দুপুরে বিজিবির সদর দপ্তর থেকে জানানো হয়েছে, বিজিবি শুক্রবার (১৮ জুন) বন্যাকবলিত মানুষদের সহযোগিতায় কাজ শুরু করেছে।

বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বলেছেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে আমরা বন্যাকবলিত মানুষকে যতটুকু সম্ভব হয় সহযোগিতা করার চেষ্টা করে যাচ্ছি।’

সিলেট, সুনামগঞ্জ ও আশপাশের এলাকায় বিজিবির ৫০টির বেশি বিওপি আছে। এসব এলাকার মানুষদের কী ধরনের সহযোগিতা করা যায়, সে বিষয়ে কাজ করছেন বিজিবির জওয়ানরা। পানিবন্দি মানুষদের নিকটবর্তী আশ্রয়কেন্দ্রে নেওয়া হচ্ছে। সেখানে তাদের রান্না করা খাবার সরবরাহ করা হচ্ছে। দুর্গত এলাকায় আটকে পড়া মানুষের মাঝে চিড়া, মুড়ি, বিস্কুটসহ অন্যান্য খাবার দেওয়া হচ্ছে। এছাড়া, পানিবাহিত রোগ থেকে বাঁচাতে বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হচ্ছে। অসুস্থ মানুষদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে। অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে বিজিবি। বন্যার পানি না নামা পর্যন্ত তা অব্যাহত থাকবে।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top