শনিবার, ২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

শাহ মোয়াজ্জেমের প্রথম জানাজা নয়াপল্টনে, দাফন বনানীতে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২২, ২০:১৪

শাহ মোয়াজ্জেমের প্রথম জানাজা নয়াপল্টনে, দাফন বনানীতে

বিএনপির ভাইস-চেয়ারম্যান বর্ষীয়ান রাজনীতিবিদ শাহ মোয়াজ্জেম হোসেনের প্রথম জানাজা আজ বৃহস্পতিবার বেলা ১১টায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে।

এরপর বাদ জোহর জন্মভূমি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা স্টেডিয়ামে জানাজা অনুষ্ঠিত হবে। বাদ এশা গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। তবে দাফনের আগে থাইল্যান্ডে অবস্থানরত একমাত্র ছেলের দেশে ফিরে আসার জন্য অপেক্ষা করা হবে।

বুধবার রাতে বিএনপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এর আগে রাত ৯টা ৩০ মিনিটে গুলশান নিজ বাসায় ৮৩ বছর বয়সে ইন্তেকাল করেন এই বর্ষীয়ান রাজনীতিক। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top