• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


ধোঁয়ায় আচ্ছন্ন পুরো নিউমার্কেট এলাকা

এবার নিউ সুপার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ২৮ ইউনিট

রাজিউর রাহমান | প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৩, ১৪:০২

নিউ সুপার মার্কেটে আগুন

রাজধানীর নিউ মার্কেট এলাকার নিউ সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়।

নিউ সুপার মার্কেটের তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়। প্রায় দুই ঘণ্টা জ্বলতে থাকা আগুন তৃতীয় তোলার গোটা ফ্লোরে ছড়িয়ে পড়েছে। মার্কেটের দুই ও তিন তলায় প্রচণ্ড ধোয়ার সৃষ্টি হয়েছে। আগুনের তাপে এসি বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। তবে, এখন পর্যন্ত আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। 

এদিকে, নিউমার্কেটের নিচে এসে ভিড় করছেন ব্যবসায়ী ও তাদের স্বজনরা। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। জীবনের ঝুঁকি নিয়ে মার্কেটের ভেতরে ঢুকে মালামাল বের করতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন ব্যবসায়ীরা। নারী-পুরুষ যে যেভাবে পারছেন, তাদের দোকানের মালামাল বের করে নিয়ে আসছেন। ঈদকে সামনে রেখে অতিরিক্ত মাল মজুদ করেছিলেন ব্যবসায়ীরা। ফলে জীবনের ঝুঁকি নিয়েই মালামাল সরিয়ে নিচ্ছেন তারা।

আগুন লাগার খবর পেয়ে নিউমার্কেটে ছুটে এসেছে উৎসুক জনতা। সবাই যার যার মোবাইলে ভিডিও ও লাইভ করছেন। আইনশৃঙ্খলা বাহিনী বারবার বাঁশি বাজিয়ে তাদেরকে নিরাপদ দূরত্বে রাখার চেষ্টা করলেও কিছুক্ষণ পর পর তারা সেখানে ভিড় করছে। এতে মালপত্র চুরি যাওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, অগ্নিকাণ্ডে তাদের স্বপ্ন মাটি হতে চলেছে। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার বলেন, আজ ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে আগুন লাগে। ৫টা ৪৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। তবে এখনো হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

আইএসপিআর জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সাহায্য করছে সেনাবাহিনী। পাশাপাশি ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কর্মীরা ঢাকা কলেজের পুকুর থেকে পানি ব্যবহার করছেন।

রাজধানীর নিউ সুপার মার্কেটে আগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন ফায়ার সার্ভিসের সাতজন কর্মী। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে তারা অসুস্থ হয়ে পড়েন বলে জানা গেছে। আগুন নির্বিঘ্নে নিয়ন্ত্রণ করতে সিটি কলেজ থেকে নিউ মার্কেটমুখী সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।

এরআগে, বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত দশটার দিকে পুরান ঢাকার নবাবপুরে আগুন লাগে। সেই আগুনে পুড়ে যায় প্রায় ২০টি গুদাম। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করে। রাত ১১টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গত ৪ এপ্রিল ভোর ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তাদের সঙ্গে যোগ দেয় সেনা, নৌ ও বিমানবাহিনীর দলও। সবার চেষ্টায় বঙ্গবাজারে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আসে প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর। আর পুরোপুরি আগুন নেভে ৭৫ ঘণ্টা পর। ওই ভয়াবহ ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার ভয়াবহ আগুনের ঘটনা ঘটলো। 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top