• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


ধোলাইখালে বিএনপির সমাবেশ শুরু, আমিনবাজারে স্থগিত! কারণ কী?

রায়হান রাজীব | প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৪৮

ছবি: সংগৃহীত

সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, খালেদা জিয়ার মুক্তিসহ এক দফা দাবিতে রাজধানীর ধোলাইখালে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত সমাবেশ শুরু হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুর পৌনে তিনটায় আনুষ্ঠানিকভাবে সভা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে, দুপুর ১২টা থেকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। এসময় তারা সমাবেশে অংশ নিয়ে স্লোগান দিতে থাকেন। তিনটি পিকআপে করা হয়েছে ভ্রাম্যমাণ মঞ্চ। এ সমাবেশে যোগ দিতে বেলা ১১টা থেকেই মিছিল সহকারে সমাবেশস্থলে আসতে শুরু করেন নেতাকর্মীরা। এ সমাবেশ কেন্দ্র করে ধোলাইখাল, রায়েরশাহ বাজার, কোট কাচারি, নয়াবাজার, দয়াগঞ্জে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে পুরো এলাকা।

একই সময় সাভারের আমিনবাজারে সমাবেশ হওয়ার কথা ছিল ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে। দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সমাবেশের জন্য বিএনপির বানানো মঞ্চ পুলিশ ভেঙে ফেলেছে। এ কারণে আজকের সমাবেশ হচ্ছে না। তবে অভিযোগ অস্বীকার করে পুলিশের দাবি, যে জায়গায় মঞ্চ ভাঙার অভিযোগ করা হচ্ছে, সেখানে কোনো মঞ্চ ছিলই না।

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top