• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


২৮ অক্টোবর বিএনপির সমাবেশ নিয়ে যা বললেন ডিবিপ্রধান হারুন

রায়হান রাজীব | প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৩, ১৪:৩০

ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, আগামী ২৮ অক্টোবর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তার কোনো শঙ্কা নেই। তবে আমাদের যেই নিয়মিত নিরাপত্তা টহল-চেকপোস্ট চলে, সেটা চলবে। রোববার (২২ অক্টোবর) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ডিবিপ্রধান বলেন, রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করবে। আমরা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেব। আগামী ২৮ অক্টোবর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে আমাদের কাছে নিরাপত্তার কোনো শঙ্কা নেই।

বিএনপি নেতাদের গ্রেপ্তারের বিষয়ে এক প্রশ্নের জবাবে হারুন বলেন, রাজধানীতে নানা উন্নয়নমূলক কাজ চলছে। কেউ যেন অপরাধমূলক কাজ বা বিশৃঙ্খলা করতে না পারে, তাই আমরা নিয়মিত টহল দিয়ে থাকি। আমাদের যেই নিয়মিত নিরাপত্তা টহল, চেকপোস্ট চলে—সেটা চলবে। কোনো রাজনৈতিক দলের সমাবেশকে কেন্দ্র করে চেকপোস্ট, টহল চলে না। আপনারা দেখবেন এটা আমরা নিয়মিতই করি।

ডিবিপ্রধান বলেন, আগামীতে যে সমাবেশগুলো অনুষ্ঠিত হবে প্রতিটি সমাবেশকে ঘিরেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে এবং অতীতে যেমন সুন্দরভাবে সমাবেশ হয়েছে আগামীতেও আশা করছি সুন্দরভাবে সমাবেশগুলো অনুষ্ঠিত হবে। সাধারণ মানুষজন যাতে স্বাভাবিকভাবে আসতে পারে সেই লক্ষ্যেই আমরা কাজ করব।

তিনি বলেন, এক সময় এই ঢাকা শহরে একদল সমাবেশ করতে অন্য দল করতে পারতো না। এরকম ঘটনা অতীতে আমরা দেখেছি। এখন দেখেন ঢাকায় একই দিনে ৩/৪টি দল একসঙ্গে বড় বড় সমাবেশ করছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রতিটি সমাবেশকে নিরাপত্তা দিচ্ছে। এতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

বিএনপির অভিযোগ চেকপোস্ট ও অভিযান চালিয়ে তাদের নেতাকর্মীদের গণগ্রেফতার করা হচ্ছে এবং কয়েকদিন রেখে পরে আদালতে পাঠানো হচ্ছে, বিষয়টি এমন কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হারুন বলেন, আপনারা জানেন ঢাকায় অনেকগুলো কেপিআই রয়েছে এবং উন্নয়নমূলক কাজ চলছে। এগুলো তদারকি করাও আমাদের কাজ।

মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ঢাকায় বেশি চেকপোস্ট থাকায় ও অনেক অভিযান পরিচালনার কারণে ঢাকার পরিবেশ অনেক সুন্দর ও নিরাপদ। মানুষজন স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারছে। আমরা অনেক ছিনতাইকারী, ডাকাত গ্রেপ্তার করছি। এখন রাজধানীতে যদি আমাদের টহল টিম না থাকে, চেকপোস্ট না থাকে তবে ঢাকা শহর অপরাধীদের অভয়ারণ্য হয়ে উঠবে।

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top