• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ২৩ ফেব্রুয়ারি

ফারহানা মির্জা | প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২৩, ১০:৪০

ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামী ২৩ ফেব্রুয়ারি। আর ১৫ ডিসেম্বরের সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেবে বুয়েট। এর পর ভর্তি পরীক্ষার দিনক্ষণ ঠিক হবে। আর মার্চে হতে পারে গুচ্ছপদ্ধতির ভর্তি পরীক্ষা।

গেল ২৬ নভেম্বর এইচএসসি পরীক্ষার ফল বেরিয়েছে। পাস করেছে ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ শিক্ষার্থী, জিপিএ-ফাইভ পেয়েছে ৯২ হাজার ৫৯৫ জন।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বলছে, এবারও ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে। মার্চে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক মুহাম্মদ আলমগীর বলেন, আগামী বছরের জুলাই-আগস্টের দিকে বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস শুরু হবে।এবারও ঢাকা, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) আলাদা ভর্তি পরীক্ষা নেবে। এর মধ্যে বুয়েটের পরীক্ষার বিষয়ে এ মাসেই বসছে বৈঠক।

বুয়েট ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক মিজানুর রহমান জানান, কমিটির বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে। সঠিক সময়ে তা জানিয়ে দেওয়া হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের পরীক্ষা হবে ২৩ ফেব্রুয়ারি, বিজ্ঞান ২৪, বাণিজ্য ১ মার্চ এবং ২ মার্চ চারুকলা অনুষদে। ঢাকাসহ আট বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা।

তবে এবার উচ্চশিক্ষায় আসনের কোনো ঘাটতি হবে না বলে জানিয়েছে ইউজিসি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এএসএম মাকসুদ কামাল জানান, আগের পদ্ধতিতেই অর্থাৎ পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে যে ডিসেন্ট্রালাইজেশন করা হয়েছে সে অনুযায়ীই পরীক্ষা নেওয়া হবে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top