• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


নিখোঁজ বুয়েটছাত্র বাসায় ফিরেছেন

সুজন হাসান | প্রকাশিত: ২২ মে ২০২৪, ১৫:১৭

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিল্প উৎপাদন প্রকৌশল (আইপিই) বিভাগের স্নাতকোত্তরের ছাত্র মাহমুদুল হাসান তানভীর (২৪) বাসায় ফিরেছেন। গতকাল মঙ্গলবার রাত পৌঁনে নয়টার দিকে তিনি রাজধানীর দক্ষিণ খান পূর্ব আজমপুরের বাসায় ফেরেন বলে তার বাবা সাইদুর রহমান জানিয়েছেন।

তানভীরের মা আরো উল্লেখ করেন, বুয়েটের শহীদ স্মৃতি হলে গিয়ে তার সহপাঠীদের কাছে, আত্মীয়স্বজনের বাসায় খোঁজ-খবর নিয়েছি। এরপর থানায় জিডি করেছি, তারপরও তার খোঁজ পাচ্ছি না।

তানভীরের বাবা সাইদুর রহমান বলেন, মঙ্গলবার (২১ মে) রাত পৌনে নয়টায় রাজধানীর দক্ষিণ খান পূর্ব আজমপুরের বাসায় ফিরেছে তানভীর

বাসায় ফিরে তানভীর বলেছে, ঢাকা ক্যান্টনমেন্টে আইএসএসবিতে তার পরীক্ষা ছিল। সেখানে মোবাইল রাখার অনুমতি ছিল না। তাই ফোন বন্ধ করে বাসায় রেখে গেছিল।

পাঁচ দিন ধরে নিখোঁজ থাকা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী মাহমুদুল হাসান তানভীর অবশেষে বাড়িতে ফিরেছেন। মাকে সারপ্রাইজ দিতে মোবাইল বন্ধ রেখেছিলেন তিনি। গত ১৭ মে বুয়েটের শহীদ স্মৃতি হলে যাবেন বলে বাসা থেকে বের হয়ে হলে ফেরেননি বুয়েটের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের মাস্টার্সের এ শিক্ষার্থী। 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top