মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

জনগণের ‘উড়ন্ত’ প্রতিবাদ—হাসিনার পলায়ন স্মরণে আকাশে বেলুন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ আগষ্ট ২০২৫, ১৭:৫৮

ছবি: সংগৃহীত

৫ আগস্ট—একটি তারিখ, যা এখন ইতিহাস। এক বছর আগে, ঠিক এই দিনে, বাংলাদেশের ইতিহাসে পতন ঘটে এক দুঃশাসনের। এবং ঠিক সেই সময়, দুপুর ২টা ২৫ মিনিটে, শেখ হাসিনা পালিয়ে যান হেলিকপ্টারে করে।

আজ সেই ‘পলায়ন দিবস’—আর রাজধানীর আকাশে উড়লো শত শত হেলিকপ্টার বেলুন! রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ, হাজারো মানুষ জড়ো হয়েছেন ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপন করতে।

আর এই অনুষ্ঠানেই আজ দুপুর ২টা ২৫ মিনিটে আকাশে ছেড়ে দেওয়া হয় বিশেষভাবে তৈরি শত শত ‘হেলিকপ্টার বেলুন’। উদ্দেশ্য—সেই পালানোর মুহূর্তকে স্মরণীয় করে রাখা, যাতে জাতি কখনও ভুলে না যায় এই অবসানের দিন।

অংশগ্রহণকারীরা বলছেন, গত বছরের এই সময়ই হাসিনা হেলিকপ্টারে করে পালিয়ে যায়। তাই প্রতীকীভাবে আমরা এই হেলিকপ্টার বেলুন উড়াচ্ছি। ছাত্র-জনতার ভয়ে ফ্যাসিস্ট হাসিনা পালাতে বাধ্য হয়। আজ সেই মুক্তির মুহূর্তকে উদযাপন করছি আমরা। এই ভালো লাগা ভাষায় বোঝানো যাবে না।

তবে উৎসবের মাঝেও ঘটে এক দুঃখজনক ঘটনা। বিকেল ৩টার দিকে, অনুষ্ঠানে বিস্ফোরণ ঘটে কয়েকটি বেলুনে। এতে অন্তত ১০ জন আহত হন। এর মধ্যে ৮ জনকে দগ্ধ অবস্থায় নেয়া হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। ডা. শাওন বিন রহমান জানিয়েছেন, আহতদের দ্রুত চিকিৎসা দেওয়া হচ্ছে, অবস্থা এখন স্থিতিশীল।

শুধু একটি বেলুন নয়—এই আয়োজন, এই দিন, এই মানুষগুলো জানান দিচ্ছে: এই ইতিহাস কেউ মুছে ফেলতে পারবে না। ৫ আগস্ট মানে শুধু এক নেতা পালাননি—একটি শোষণের অধ্যায়ের ইতি ঘটেছে। আর নতুন অধ্যায় শুরু হয়েছে ‘জনগণের বাংলাদেশের’।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top