বুধবার, ৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

জুলাই ঘোষণাপত্র ঘিরে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া—কে কী বললেন?

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ আগষ্ট ২০২৫, ১৩:১৫

ছবি: সংগৃহীত

৫ আগস্ট, ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতির উদ্দেশে ভাষণ এবং জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই ঘোষণাপত্র নিয়ে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিরা দিয়েছেন প্রতিক্রিয়া।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন—জুলাই বিপ্লব সাধারণ মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলন ছিল। এই ঘোষণাপত্র সেই আন্দোলনেরই স্বীকৃতি।

এনসিপি সভাপতি নাহিদ ইসলাম জানিয়েছেন—ঘোষণাপত্রটি প্রশংসনীয়। আমরা ভালোভাবে বিশ্লেষণ করে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাব।

জামায়াতের প্রতিনিধি ডা. তাহের বলেছেন—ঘোষণাপত্রে স্পষ্টভাবে বাস্তবায়নের সময়সূচি নেই। সংবিধানে অন্তর্ভুক্তির প্রতিশ্রুতিও অনুপস্থিত। আমরা হতাশ।

নুরুল হক নুর বলেছেন—সংস্কার প্রস্তাব বাস্তবায়নের প্রতিশ্রুতি নেই ঘোষণাপত্রে। অনেক বিষয়ই অনিশ্চিত রয়ে গেছে।

এবি পার্টির আহ্বায়ক মজিবুর রহমান মঞ্জু জানিয়েছেন—ঘোষণাপত্রটি বড় ঘটনা হলেও আমরা দ্বিতীয় রিপাবলিক চেয়েছিলাম। কিছু জায়গায় অঙ্গীকারের অভাব আছে।

গণসংহতির প্রধান জোনায়েদ সাকি বলেছেন—আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে শোষণব্যবস্থা আবার ফিরে আসবে। জনগণকে সচেতন থাকতে হবে।

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন—ঘোষণাপত্রে জুলাই ঐক্যকে তুলে ধরা গেছে। অনেকাংশেই জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে।

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন—সব রাজনৈতিক দল এখানে উপস্থিত, এটাই সবচেয়ে বড় অর্জন। দীর্ঘ যাত্রার সফল পরিণতি এটি।

জুলাই ঘোষণাপত্র দেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করল। কিন্তু প্রতিটি পক্ষের চোখ এখন বাস্তবায়ন ও ভবিষ্যতের ওপর। শুরুটা সাহসী, কিন্তু শেষটা হবে কতটুকু গণমুখী?



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top