বৃহঃস্পতিবার, ৭ আগস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২

৫ আগস্ট ছিল জনগণের বিজয়, একক কোনো দলের নয়

৫ আগস্টের বিজয় একক কারও ছিল না—লন্ডন থেকে বার্তা দিলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ আগষ্ট ২০২৫, ১৭:৫৮

ছবি: সংগৃহীত

৫ আগস্টের বিজয়—এটা কোনো একক দলের ছিল না, বললেন তারেক রহমান। লন্ডন থেকে দিলেন নতুন বার্তা! বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন—৫ আগস্ট যে ঐতিহাসিক বিজয় এসেছে, সেটা একক কোনো দলের পক্ষে সম্ভব ছিল না।

তিনি বলেন—সেই আন্দোলন ছিল সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রতিরোধ। লন্ডনে মাহবুব আলী খানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় এ কথা বলেন তিনি।

মাহবুব আলী খানকে স্মরণ করে তারেক রহমান বলেন—তিনি ছিলেন একজন সত্যিকারের দেশপ্রেমিক। আর আজ যারা রাজনীতি করেন, তাদের দায়িত্ব শহীদদের রক্তের মর্যাদা রক্ষা করা।

তারেক রহমান দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বলেন—এখন একটি পরিবর্তন এসেছে। দেশের মানুষ অনেক কিছু বুঝেছে। এখন সময় মানুষের পাশে দাঁড়ানোর। সময় এসেছে দেশকে সামনে এগিয়ে নেওয়ার।

প্রায় ১৭ বছর ধরে প্রবাসে থাকা তারেক রহমান বলেন—তিনি নিজেও একজন প্রবাসী, আর তাই প্রবাসীদের ত্যাগ ও অবদান তিনি গভীরভাবে বুঝতে পারেন।

বিশ্বজুড়ে যারা সোশ্যাল মিডিয়ায় স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এবং আহ্বান জানান—আগামী দিনের গণতান্ত্রিক সরকারকেও যেন তারা একইভাবে সহযোগিতা করেন।

তারেক রহমানের এই বক্তব্য কি এক নতুন রাজনৈতিক বার্তা? আপনাদের মতামত দিন কমেন্টে, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top