চান্দনা চৌরাস্তায় রক্তাক্ত সন্ধ্যা—নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ আগষ্ট ২০২৫, ১৪:৪২

গাজীপুরের ব্যস্ত চান্দনা চৌরাস্তা, সন্ধ্যার ভিড়। হঠাৎই ছিনতাইকারী চক্রের পিছু ধাওয়া, আর সেই দৃশ্য মোবাইলে ধারণ করছিলেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। কিন্তু কয়েক মুহূর্ত পরই, সেই মোবাইল হয়ে গেল নিখোঁজ, আর তুহিন হারালেন প্রাণ।
গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে, সিসিটিভি ফুটেজে দেখা যায়— দেশি ধারালো অস্ত্র হাতে কেটু মিজানসহ কয়েকজন প্রকাশ্যে ধাওয়া দিচ্ছে। লক্ষ্য ছিল বাদশা নামে এক ব্যক্তি। পাশে দাঁড়িয়ে থাকা তুহিন মোবাইলে ভিডিও শুরু করেন।
ঠিক তখনই দুর্বৃত্তরা হঠাৎ তুহিনের দিকেই ঝাঁপিয়ে পড়ে। চায়ের দোকানে ঢুকে তাকে কুপিয়ে, গলা কেটে নৃশংসভাবে হত্যা করে তারা।
পুলিশের হাতে গ্রেপ্তার— কেটু মিজান, তার স্ত্রী গোলাপী, স্বাধীন ও আল-আমিন। সবাই পরিচিত ছিনতাইকারী। কিন্তু যে মোবাইল ফোনে হত্যার মুহূর্তের ভিডিও ছিলৃ সেটি এখনও উদ্ধার হয়নি।
পুলিশ বলছে— মোবাইলটি পাওয়া গেলে হত্যাকাণ্ডের পুরো চিত্র পরিষ্কার হবে, শনাক্ত হবে বাকি আসামিরাও।
দুই সন্তানকে রেখে দাদার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত তুহিন। সহকর্মী সাংবাদিকদের একটাই দাবি— দ্রুততম সময়ের মধ্যে সব খুনিকে বিচারের মুখোমুখি করা হোক। এটাই ছিল গাজীপুরের সাংবাদিক হত্যা ও নিখোঁজ মোবাইলের রহস্য— যা এখনও উন্মোচনের অপেক্ষায়।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।