সিলেটে সাদা পাথর লুটপাট: অভিযানে ৩৫ হাজার ঘনফুট পাথর উদ্ধার
সাবিকুন নাহার সাদিয়া | প্রকাশিত: ১৪ আগষ্ট ২০২৫, ১৯:৫৫

সিলেটের কোম্পানীগঞ্জে অবৈধভাবে চুরি হওয়া সাদাপাথর উদ্ধারে বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বড় ধরনের অভিযান চালিয়েছে প্রশাসন। এ সময় প্রায় ১৩০টি গাড়ি তল্লাশি করে ৭০টি ট্রাক থেকে প্রায় ৩৫ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়। ধলাই নদীতে ফেরত দেওয়ার মাধ্যমে প্রাকৃতিক প্রবাহ ও পরিবেশ ফিরিয়ে আনার কাজ চলছে।
বুধবার রাতেই ধলাই নদীর তীরে স্তুপ করে রাখা ১২ হাজার ঘনফুট পাথর নদীতে ফেলা হয়। এছাড়া রাত ১০টার পর রাস্তায় থাকা ৭৮টি ট্রাক থেকে আনুমানিক ৪০ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়। এখন পর্যন্ত অভিযানে মোট প্রায় ৫২ হাজার ঘনফুট পাথর উদ্ধার হয়েছে।
এ ঘটনায় বুধবার মধ্যরাতে কোম্পানীগঞ্জের পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর আলমকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা প্রশাসন জানিয়েছে, অবৈধ উত্তোলন বন্ধ ও দায়ীদের আইনের আওতায় না আনা পর্যন্ত অভিযান চলবে।
পরিবেশকর্মী ও স্থানীয় ব্যবসায়ীদের দাবি, গত এক বছরে সিলেট থেকে প্রায় ১ কোটি ৫০ লাখ ঘনফুট পাথর লুট হয়েছে, যার বাজারমূল্য দুই শত কোটি টাকার বেশি।
বিষয়: newsflash71
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।