নির্বাচনের রোডম্যাপ আসছে আগামী সপ্তাহে: ইসি সচিব
সাবিকুন নাহার সাদিয়া | প্রকাশিত: ১৪ আগষ্ট ২০২৫, ২০:০২

আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার আশা করছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
রোডম্যাপে নির্বাচনের প্রস্তুতি, অংশীজনদের সঙ্গে সংলাপ এবং আইনবিধি সংশোধনের মতো বিষয় অন্তর্ভুক্ত থাকবে। তবে সুনির্দিষ্ট তথ্য প্রকাশের আগে ইসি বিস্তারিত জানাবে।
অন্তর্বর্তী সরকার ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রস্তাব দিয়েছে এবং প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি পাঠানোর পরিকল্পনা করেছে। লক্ষ্য—রমজান শুরুর আগে নির্বাচন সম্পন্ন করা। ৫ আগস্ট জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এ ঘোষণা দেন।
বিষয়: newsflash71
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।