সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩১ আগষ্ট ২০২৫, ১১:২৩

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৈঠকে বসছেন বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে। প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন— বিকেল ৩টায় বিএনপি, সাড়ে ৪টায় জামায়াত এবং সন্ধ্যা ৬টায় এনসিপির সঙ্গে আলোচনা হবে।

প্রধান উপদেষ্টার দপ্তর বলছে, নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে। গণতন্ত্রকে বানচাল করার যেকোনো ষড়যন্ত্র কঠোরভাবে প্রতিহত করা হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে শফিকুল আলম জানান—পরিসংখ্যান অনুযায়ী সামনে নির্বাচন করার মতো পরিবেশ রয়েছে। এদিকে, শুক্রবার রাতে নুরুল হক নুরের ওপর হামলার নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রয়োজনে নুরকে দেশের বাইরে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে বলেও তিনি আশ্বস্ত করেছেন।



বিষয়: meeting


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top