হাসিনার রায়: শহীদ ভাইয়ের দাবি, হাজার ফাঁসিও কম হবে
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫, ১২:৩৬
জুলাই গণ-অভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আজ। এই রায় ঘিরে শহীদ পরিবারের পক্ষ থেকে এসেছে এক তীব্র প্রতিক্রিয়া।
শহীদ মীর মুগ্ধের ভাই, মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের কাছে এক বিস্ফোরক মন্তব্য করেন। তিনি দাবি করেন, শেখ হাসিনার অপরাধের জন্য হাজার বার ফাঁসি দিলেও তা কম হবে।
স্নিগ্ধ আরও বলেন, শেখ হাসিনার অন্যায়-অপরাধের বিচার ৫ আগস্টেই হয়ে গেছে। এখন শুধু কোর্ট থেকে আনুষ্ঠানিকভাবে সেই রায়টি প্রকাশের অপেক্ষা।
রায় ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আজ সকালে এই মামলার রাজসাক্ষী, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে আদালতে হাজির করা হয়েছে।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা এই মামলার রায়ে ন্যায়বিচারের আশায় আজ সবার দৃষ্টি আদালতের দিকে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।