• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


সোমবার ঢাকায় আসছেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ২১ মার্চ ২০২১, ১৯:৩১

নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে দুই দিনের সফরে ঢাকা আসছেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী। সোমবার (২২ মার্চ) তিনি ঢাকায় আসবেন।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রোববার (২১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বাংলাদেশে এটাই প্রথম নেপালের কোনো রাষ্ট্রপতির আনুষ্ঠানিক সফর।

সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদযাপনের অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি বিদ্যা দেবী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার পৃথক বৈঠক অনুষ্ঠিত হবে।

সফরকালে নেপালের রাষ্ট্রপ্রধানের সঙ্গে ৪টি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এরমধ্যে রয়েছে পর্যটন, সাংস্কৃতিক বিনিময় ও কৃষি খাতে সহযোগিতা চুক্তি। এসব চুক্তি ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে। এছাড়া, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে আলোচনা করা হবে।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top