শুক্রবার, ২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

সড়কে দুর্নীতির প্রতিবাদে শিক্ষার্থীদের লাল কার্ড প্রদর্শন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২১, ০২:০৬

সড়কে দুর্নীতির প্রতিবাদে শিক্ষার্থীদের লাল কার্ড প্রদর্শন

সড়কের অব্যবস্থাপনা ও দুর্নীতির প্রতিবাদে লাল কার্ড প্রদর্শন করেছেন শিক্ষার্থীরা। তারা মনে করেন দুর্নীতি রোধ করা সম্ভব হলে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে। শনিবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টায় রাজধানীর রামপুরায় এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, সড়কে প্রশাসনকে ঘুষ দিয়ে চালকের লাইসেন্স ও ফিটনেসবিহীন গাড়ি চলছে। এজন্য তারা সড়কের দুর্নীতির বিরুদ্ধে লাল কার্ড দেখিয়েছে।

শিক্ষার্থীরা আরও বলেন, দুর্নীতির কারণেই রাস্তায় প্রাণ দিতে হচ্ছে নাঈম, মাঈনুদ্দিনের মতো শত শত মানুষকে। আমরা চাই লাইসেন্সবিহীন চালককে নিয়োগকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। গাড়ি ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএর দুর্নীতির বিরুদ্ধেও কার্যকর ব্যবস্থা নিতে হবে।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top