মিরপুর কালশীতে বহুতল ভবনে আগুন, ফায়ার সার্ভিসের সাত ইউনিটে নিয়ন্ত্রণে
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৫, ১০:৫২
রাজধানীর মিরপুরের কালশী এলাকায় একটি বহুতল বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে ছয়তলা ভবনের সর্বোচ্চ তলায় (ষষ্ঠ তলায়) আগুনের সূত্রপাত হয়। ওই তলায় একটি তৈরি পোশাকের কারখানা ছিল বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম জানান, রাত ১০টা ১২ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। এরপর সাড়ে ১০টার দিকে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে সাতটি ইউনিট একযোগে কাজ করে রাত ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনাস্থলে উপস্থিত এক প্রত্যক্ষদর্শী জানান, ভবনের নিচতলায় একটি কমিউনিটি সেন্টার রয়েছে, তবে সেখানে কোনো অনুষ্ঠান ছিল না। আর কারখানাটিও রাতের সময় বন্ধ ছিল। ফলে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। শুরুতে ষষ্ঠ তলায় পৌঁছে আগুন নেভানোর ব্যবস্থা করতে না পারায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
আগুন লাগার খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেন। কৌতূহলী মানুষের ভিড় বেড়ে গেলে তাদের নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়।
ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি। আগুনের কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।