• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


আর্জেন্টিনা ছিটকে গেলেও ব্রাজিল যেন চ্যাম্পিয়ন হয়: আর্জেন্টাইন কোচ

রায়হান রাজীব | প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২২, ০৪:২৯

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি

শেষমেষ যদি আর্জেন্টিনা বিশ্বকাপের মূলপর্ব থেকে বিদায় নেই তাহলে দক্ষিণ আমেরিকার তিনটি দল বিশেষ করে ব্রাজিল যেন বিশ্বকাপ জেতে, তেমনই আশা আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির।

আজ রাত ১টায় গ্রুপ পর্বে আর্জেন্টিনার শেষ ম্যাচ পোল্যান্ডের বিরুদ্ধে। জয় ছাড়া আর কোন বিকল্প নেই মেসিদের সামনে। গ্রুপের শেষ ম্যাচে নামার আগে এমনই জানান লিওনেল স্কালোনি।

সুইৎজারল্যান্ডকে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপের দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট ব্রাজিল। মিডফিল্ডার ক্যাসেমিরোর একমাত্র গোলে সুইসদের বিরুদ্ধে বিশ্বকাপের প্রি-কোয়ার্টারে যাওয়া পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে নিয়ে উচ্ছ্বসিত আর্জেন্টাইন কোচ।

স্কালোনি বলেন, ব্রাজিল দ্বিতীয় রাউন্ডে চলে গিয়েছে, এতে আমি খুবই খুশি। আমি একজন লাতিন আমেরিকান। দক্ষিণ আমেরিকান হিসেবে ব্রাজিলের দ্বিতীয় রাউন্ডে যাওয়াটা অবশ্যই সুখের।

ব্রাজিল চিরপ্রতিদ্বন্দ্বী হলেও আর্জেন্টাইন কোচ সেটা মনে করেন না। এই প্রসঙ্গে স্কালোনি বলেন, ব্রাজিল আমাদের প্রতিদ্বন্দ্বী দল হলেও ব্রাজিলে আমার অনেক বন্ধু রয়েছে। তাঁরা আমার ব্যক্তিগত শুভাকাঙ্ক্ষীও।

বিশ্বকাপে টানা দুই যুগ ধরে গ্রুপ পর্বে কোন ম্যাচ না হারা ব্রাজিল রয়েছে দুর্দান্ত ফর্মে। ১৯৯৮ সাল থেকে কাতার বিশ্বকাপ গ্রুপ পর্বের ১৭ ম্যাচ অপরাজিত ব্রাজিল। এর মধ্যে তিনটি ম্যাচ ড্র এবং বাকি ১৩ টি ম্যাচ জিতেছিলো সেলেসাওরা। ব্রাজিল সবশেষ চ্যাম্পিয়ন হয় ২০০২ সালে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top