• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


আমি জাদুকর নই: হাথুরুসিংহে

শাকিল খান | প্রকাশিত: ৯ মার্চ ২০২৩, ২২:৪৫

চণ্ডিকা হাথুরুসিংহা

এবারই প্রথম কোনো দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হচ্ছে দুই দল। এই সংস্করণে আগে কেবল একবারই মুখোমুখি হয়েছে তারা।

নিজেদের পছন্দের ওয়ানডে শেষে এবার টি-টোয়েন্টিতে নামছে বাংলাদেশ। বিশ ওভারের ক্রিকেটে বরাবরই নাজুক তারা। তার ওপর সামনে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। তবে চ্যালেঞ্জ কঠিন হলেও নিজেদের লক্ষ্যের ব্যাপারে পরিষ্কার চান্দিকা হাথুরুসিংহে। যদিও আগেভাগে কিছু নিশ্চিত করে বলার পক্ষে নন বাংলাদেশের প্রধান কোচ।

আজ (৯ মার্চ) ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকাল ৩টায়।

বুধবার সংবাদ সম্মেলনে এসেছিলেন টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সেখানে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ জিতবে কি না এমন প্রশ্নে হাথুরু বলেন, ‘আমি জাদুকর নই বা এমন কেউ নই যে ভবিষ্যতে কী হবে তা বলে দিতে পারব! সিরিজে যা হয়, হবে। তবে আমাদের চেষ্টাটা জেতারই হবে।’

হাথুরু যোগ করেন, ২০২৪ সালের বিশ্বকাপকে সামনে রেখে অভিযানটা মাত্র শুরু হলো। অনেক কিছুই ঘটবে যা আমরা ভুলে যাব কিংবা পরে আর গুরুত্বপূর্ণ বলে মনে হবে না। আমাদের কী আছে তা পর্যবেক্ষণ করার আরও একটি মঞ্চ এটি।’

বাংলাদেশের কোচ হিসেবে দ্বিতীয় মেয়াদে টি-টোয়েন্টি সংস্করণে হাথুরুসিংহের প্রথম চ্যালেঞ্জ বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গে লড়াই। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে কোচের কণ্ঠে জয়ের আশাবাদের পাশাপাশি থাকল সতর্কতাও।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top