• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে বাংলাওয়াশ করল টাইগাররা

রাজিউর রাহমান | প্রকাশিত: ১৫ মার্চ ২০২৩, ০০:৫৪

বিশ্বচ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশের লজ্জা দিল বাংলাদেশ

সিরিজটা টি-টোয়েন্টির, প্রতিপক্ষ বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। সেই সিরিজের তিন ম্যাচেই ইংলিশদের হারিয়ে বাংলাওয়াশ করলো বাংলাদেশ। যেই টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ধরা হতো দুর্বল দল, সেই বাংলাদেশই বিশ্বচ্যাম্পিয়ন ইংলিশদের হারালো সিরিজের তিন ম্যাচেই। শেষ ম্যাচে ইংল্যান্ডকে ১৬ রানে হারিয়ে ধবলধোলাইয়ের ইতিহাস লিখলো সাকিব আল হাসানের দল।

ইংল্যান্ড ১৫৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই সাজঘরের পথ ধরেন ফিল সল্ট। অভিষিক্ত তানভীর ইসলামের বলে গোল্ডেন ডাক দিয়ে প্যাভিলিয়নে ফেরেন এ ডানহাতি ব্যাটার। দ্বিতীয় উইকেট জুটিতে দলের হাল ধরেন অধিনায়ক জস বাটলার ও ডেভিড মালান। দুই টপ অর্ডারের ৯৫ রানের জুটি ভাঙেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান।

পাওয়ার প্লেতে নেমেই ব্যাট হাতে নিজের স্বভাবসুলভ ব্যাটিং করতে থাকেন ইংলিশ অধিনায়ক। দুই ব্যাটারের ব্যাটে প্রথম ছয় ওভারে ১ উইকেট হারিয়ে ৪৭ রান সংগ্রহ করে সফরকারীরা। এরপর মিডেল ইনিংসে দেখেশুনে খেলতে থাকেন এই দুই টপ অর্ডার।

১২তম ওভারে নিজের অর্ধশতক পূরণ করেন ওপেনার মালান। প্রথম উইকেটের পতনের পর চিরচেনা ইংলিশদের দেখা মিলে মিরপুরে। তবে ১৪তম ওভারে বাংলাদেশ শিবিরে স্বস্তি এনে দেন পেসার মুস্তাফিজুর রহমান।

অর্ধশতক হাঁকানো মালানকে প্যাভিলিয়নের পথ দেখান বাঁহাতি পেসার। তার গতিতে লিটনের হাতে ক্যাচে দিয়ে বসেন ইংলিশ ওপেনার। তৃতীয় উইকেট জুটিতে ক্রিজে নামেন বেন ডাকেট। তবে সেই ওভারেই মেহেদী হাসান মিরাজের অসাধারণ ফিল্ডিংয়ে রান আউটের ফাঁদে পড়েন জস বাটলার।

তবে চতুর্থ উইকেট জুটিতে মঈন আলী ও বেন ডাকেটের ১৯ রানের ঝড়ো পার্টনারশিপ হুংকার জাগালেও টাইগার শিবিরে স্বস্তি এনে তাসকিন আহমেদ। ১৭তম ওভারে মঈন আলীকে সাজঘরে ফেরান এ ডানহাতি পেসার।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top