• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


ক্রিকেটকে বিদায় জানালেন ব্রড

শাকিল খান | প্রকাশিত: ৩০ জুলাই ২০২৩, ১৮:২০

ছবি: সংগৃহীত

সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড। চলতি অ্যাশেজ সিরিজ শেষেই জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নেন এই ইংলিশ পেসার। চলতি অ্যাশেজেই টেস্ট ক্যারিয়ারের ৬০০তম উইকেটের স্বাদ পেয়েছেন ব্রড। আর এমন স্মরণীয় দিনেই ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা দেন এই ইংলিশ পেসার।

গতকাল শনিবার (২৯ জুলাই) অভাল টেস্টের তৃতীয় দিন শেষে স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অবসরের ঘোষণা দেন ব্রড।

ক্রিকেটের তিন ফরম্যাটে খেললেও ব্রড অনবদ্য ছিলেন টেস্ট ফরম্যাটে। ইংল্যান্ডের জার্সিতে ১৬৬টি টেস্ট খেলেছেন তিনি। পাশাপাশি ১২১টি ওয়ানডে এবং ৫৬টি টি-টোয়েন্টি খেলেছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। তিন ফরম্যাট মিলিয়ে ব্রডের নামের পাশে জ্বল জ্বল করছে ৮৪৩ উইকেট।

অবসরের ঘোষণা দিয়ে ব্রড বলেন, 'এটা দারুণ একটি যাত্রা ছিল। ন্যাটিংহ্যামশায়ার ও ইংল্যান্ডের ব্যাজ পরতে পারা আমার জন্য অনেক বড় অর্জন ছিল। আমি ক্রিকেটকে আগের মতোই ভালোবাসি। দারুণ একটি সিরিজের অংশ হয়েছি এবং আমি সব সময় সেরা হিসেবে শেষ করতে চেয়েছি। এই সিরিজ শেষে আমার মনে হয়েছে আমি অনেক উপভোগ করেছি এবং বিনোদন দিতে পেরেছি।'

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top