• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


আজ যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

শাকিল খান | প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৩, ১২:৫৩

ছবি : সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপে পঞ্চম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। আজ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে লড়বে দুদল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।

ভারতের বিপক্ষে ম্যাচে ওয়ার্ম-আপ করেও পুরোপুরি ফিট না হওয়ায় একাদশে থাকতে পারেননি সাকিব।  দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলার আগে পুরো ফিটই বলা যায়। শেষ সময়ে অস্বাভাবিক কিছু না হলে এই ম্যাচে তার খেলা নিশ্চিত। সে হিসেবে তার জায়গায় দল থেকে বাদ যাবেন একজন।

টানা তিন ম্যাচ হেরে বিশ্বকাপে খাদের কিনারায় সাকিববাহিনী। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে জয় না পেলে সেমিফাইনালে খেলার স্বপ্নটা আরও মলিন হবে টাইগারদের। চার ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর টানা হারের রেকর্ড। এমনভাবে দল হারছে যে, টাইগারদের জন্য মহা গুরুত্বপূর্ণ এই ম্যাচ শুরুর আগে বাংলাদেশ একাদশে আসতে যাচ্ছে নিশ্চিত পরিবর্তন। 

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top