• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রকে তালেবানের হুঁশিয়ারি

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২১, ১৯:১৫

আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রকে তালেবানের হুঁশিয়ারি

আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে তালেবান সরকার। এ ধরনের কাজের খারাপ পরিণতি রোধ করার লক্ষ্যে এ বিষয়ে তালেবানের সঙ্গে আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে তালেবান।

আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের তথ্য ও সংস্কৃতি বিষয়ক উপমন্ত্রী এবং তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এ আহ্বান জানান। তিনি এক টুইট বার্তায় অভিযোগ করেন, গেল কয়েকদিনে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি ড্রোন আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করেছে। যেকোনো দেশের বৈধ কর্তৃপক্ষ ওই দেশের জল, স্থল ও আকাশসীমার মালিক এবং বর্তমানে আফগানিস্তানের ক্ষমতার নিয়ন্ত্রণকারী হিসেবে সেদেশের সর্বময় ক্ষমতার অধিকারী তালেবান। কাজেই সেদেশের সীমানায় যেকোনো কাজ করতে গেলে আলোচনা করতে হবে তালেবানের সঙ্গে।

এর আগে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের মুখপাত্র দাবি করেছিলেন, আফগানিস্তানের অভ্যন্তরে হামলা চালানোর পূর্ণ অধিকার রয়েছে মার্কিন সেনাদের। এ ব্যাপারে তালেবানের সঙ্গে সমন্বয়ের কোনো প্রয়োজন নেই বলেও তিনি মন্তব্য করেন।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top