মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

স্লোভাকিয়ায় দুই সপ্তাহের লকডাউন ঘোষণা

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২১, ০১:৪০

স্লোভাকিয়ায় দুই সপ্তাহের লকডাউন ঘোষণা

করোনার সংক্রমণ কমাতে প্রতিবেশী অস্ট্রিয়ার মতো লকডাউন ঘোষণা করেছে স্লোভাকিয়ার সরকার। বুধবার দেশটিতে দুই সপ্তাহের এই লকডাউন ঘোষণা করা হয়।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, স্লোভাকিয়ায় করোনার টিকা দানের হার এখনও কম। প্রতিদিনই করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে যাচ্ছে মানুষ। মঙ্গলবার স্লোভাকিয়ায় ১০ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। মহামারি শুরুর পর দেশটিতে এক দিনে শনাক্তের সর্বোচ্চ রেকর্ড এটি। হাসপাতালগুলোর পরিস্থিতি ‘জটিল পর্যায়ে’ বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্লোভাকিয়ার অর্থমন্ত্রী রিচার্ড সুলিক জানিয়েছেন, লকডাউনে রেস্তোরাঁ ও অতিপ্রয়োজনীয় এমন সব দোকান বন্ধ থাকবে। সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী এদুয়ার্দ হেগার লকডাউনের বিধিনিষেধের বিস্তারিত তথ্য প্রকাশ করবেন।


এনএফ৭১/এনজেএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top