• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


ইরানে ৩ দিনের ধর্মঘটের ডাক

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২২, ০৯:৪৪

ইরানে ৩ দিনের ধর্মঘটের ডাক

ইরানে বিক্ষোভকারীরা তিন দিনের ধর্মঘটের ডাক দিয়েছে। রোববার তারা এ ধর্মঘটের ডাক দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিক্ষোভকারীরা তাদের পোস্টে জানিয়েছে, তারা বুধবার তিন দিনের অর্থনৈতিক ধর্মঘট এবং তেহরানের আজাদি (স্বাধীনতা) স্কয়ারে সমাবেশের ডাক দিয়েছে।

এর আগে গত সপ্তাহে একই ধরনের ধর্মঘটের ডাক দিয়েছিল বিক্ষোভকারীরা। ওই সময় ইরানজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ১৯৭৯ সালে ইরানি বিপ্লবের পর এটাই ছিল সবচেয়ে বড় বিক্ষোভ।

এদিকে, ইরানের নীতি পুলিশ ‘বিলুপ্তির’ ঘোষণা নিয়ে নিশ্চিত কোনো সংবাদ পাওয়া যায়নি। শনিবার পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ জাফর মনতাজরি স্থানীয় সংবাদমাধ্যমে জানান, এই বাহিনীর বিলুপ্তি করা হয়েছে। তবে রোববার এই বাহিনীর নিয়ন্ত্রক স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি কিংবা এর সত্যতা নিশ্চিত করেনি।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top