• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৮ হাজার ছুঁয়েছে

তুরস্কে উদ্ধারকাজ চালাতে মেক্সিকো থেকে আসছে প্রশিক্ষণপ্রাপ্ত ১৬ কুকুর

রাজিউর রাহমান | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২৩, ২২:৫০

তুরস্কে  কুকুর পাঠাচ্ছে মেক্সিকো

স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তুরস্ক। চারিদিকে শুধু ধ্বংসস্তূপ ও জীবন বাঁচানোর আর্তনাদ। ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৮ হাজার ছুঁয়েছে। এর মধ্যে তুরস্কে আনুষ্ঠানিকভাবে ৫ হাজার ৮৯৪ জন মারা যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। অপরদিকে সিরিয়ায় মারা গেছেন ১ হাজার ৯৩২ জন। মৃতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ, এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে আছেন হাজার হাজার মানুষ।

আটকেপড়াদের উদ্ধারে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। যদিও উদ্ধারকাজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তীব্র ঠান্ডা, তুষারপাত ও বৃষ্টি। ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের পর তুরস্কের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বিভিন্ন দেশ। এর ধারাবাহিকতায় উদ্ধারকাজে অংশ নিতে দেশটিতে কুকুর পাঠিয়েছে মেক্সিকো।

এরইমধ্যে জুলিয়া, ইকো, অরলি, টিম্বা, রেক্স, জুলি নামে ১৬টি কুকুরকে একটি দলের সঙ্গে মেক্সিকো সিটি থেকে তুরস্কের উদ্দেশে পাঠানো হয়েছে। তবে মেক্সিকো সরকার তুরস্কে সাধারণ কোনো কুকুর পাঠায়নি। এসব কুকুর বেশ জনপ্রিয়, পারদর্শী ও বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত। উদ্ধার কাজে অংশ নেওয়া ও ধ্বংসস্তুপ থেকে মরদেহ শনাক্ত করায় এসব কুকুরের অভিজ্ঞতা ও খ্যাতি রয়েছে। ওই দলে উদ্ধারকারী সদস্য, নৌবাহিনীর সদস্য, রেড ক্রসের সদস্যরাও রয়েছেন বলে জানিয়েছে মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, এই কুকুরগুলো ২০১৭ সালে মেক্সিকোতে ভূমিকম্পের পর রাজধানী মেক্সিকো সিটিতে উদ্ধারকাজে বিশেষ ভূমিকা রেখেছিলো। ওই ভূমিকম্পে দেশটিতে শত শত মানুষ প্রাণ হারান। এই কুকুরগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিলো ফ্রিডা। ছয় বছর আগে হওয়া ভূমিকম্পে ১২ জন মানুষকে জীবিত ও ৪০টি মরদেহ উদ্ধারে সহায়তা করেছিলো কুকুরটি। এ কাজের পর দেশে–বিদেশে ব্যাপক খ্যাতি পায় ফ্রিডা। কিন্তু দু:খের বিষয় গত নভেম্বরে মারা যায় ফ্রিডা।

তবে শুধু মেক্সিকো নয়, ভূমিকম্পের পর তুরস্ক ও সিরিয়ায় উদ্ধারকাজে অংশ নিতে উদ্ধারকারী দলের সঙ্গে কুকুর পাঠিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, চেক প্রজাতন্ত্র, গ্রিস, লিবিয়া, পোল্যান্ড, সুইজারল্যান্ডসহ কয়েকটি দেশ।

মঙ্গলবার কুকুরগুলোকে উড়োজাহাজে ওঠানোর আগে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো ইব্রার্ড। তিনি জানিয়েছেন, আমাদের উদ্ধারকারী দল তুরস্কের পথে রয়েছে। প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজের নির্দেশনায় দলে রয়েছেন ১৫০ জন সদস্য।

সময় যত গড়াচ্ছে, ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা ততই পাল্লা দিয়ে বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, ভূমিকম্পে উভয় দেশে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ২৩ মিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। এছাড়া সংস্থাটির পূর্বাভাসে সতর্ক করে বলা হয়েছে, নিহতের সংখ্যা ২০ হাজার ছাড়ানোর আশঙ্কা রয়েছে।

সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্ক ও সিরিয়া সীমান্তবর্তী অঞ্চলে আঘাত হানে শক্তিশালী ভূমিকম্প। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮। এরআগে, ১৯৮৫ সালে মেক্সিকোতে ভয়াবহ ভূমিকম্পে পাঁচ হাজার মানুষের মৃত্যু হয়।

 

 

 

 

 

 

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top