• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


যুক্তরাষ্ট্রের আলাবামায় জন্মদিনের পার্টিতে গুলি, নিহত ৪

রাজিউর রাহমান | প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৩, ১৯:৫৪

যুক্তরাষ্ট্রে জন্মদিনের পার্টিতে গুলি

যুক্তরাষ্ট্রে একটি জন্মদিনের অনুষ্ঠানে গোলাগুলিতে অন্তত ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৮ জন। রোববার দেশটির আলাবামা রাজ্যের ছোট শহর ডাডেভিলের একটি ড্যান্স স্টুডিয়োতে এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

কর্তৃপক্ষ জানায়, রাত সাড়ে ১০টার দিকে গোলাগুলি শুরু হয়। আহতদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তারা। তবে বাসিন্দাদের জন্য এখন কোনো হুমকি নেই বলেই জনিয়েছেন।

আলাবামার আইন প্রয়োগকারী সংস্থার এক কর্মকর্তা বলেন, ভুক্তভোগী পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিতে আমরা খুবই পদ্ধতিগতভাবে কাজ করে যাচ্ছি। তবে কী কারণে এমন সহিংসতার ঘটনা ঘটলো সে বিষয়ে কর্তৃপক্ষের কাছ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি।

রোববার আলাবামার আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তা সার্জেন্ট জেরেমি বুরকেট দু'বার সংবাদ সম্মেলন করলেও তিনি কোনো প্রশ্ন গ্রহণ করেননি। এছাড়া গুলির ঘটনায় সন্দেহভাজন কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা সে বিষয়েও কিছু বলেননি সার্জেন্ট জেরেমি। এছাড়া যারা নিহত হয়েছে তাদের নামও প্রকাশ করেননি তিনি।

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top