শনিবার, ২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

ইউক্রেনে রুশ বাহিনী তুমুল গোলাবর্ষণ, নিহত ৬

রাজিউর রেহমান | প্রকাশিত: ৯ জুলাই ২০২৩, ০১:০৮

ছবি: সংগৃহীত

ইউক্রেনের পূর্বাঞ্চলের দোনেৎস্ক এলাকার গভর্নর পাভলো কিরিলেঙ্কো বলেছেন যে রাশিয়ান গোলাবর্ষণে ছয়জন নিহত হয়েছেন। ওই আঞ্চলিক কর্মকর্তা জানান, দেশটির পূর্বাঞ্চলের লাইমান শহরে ওই ঘটনা সংঘটিত হয়।

কিরিলেঙ্কো সোশ্যাল মিডিয়ায় বলেছেন, ‘রুশ হামলায় কমপক্ষে ছয় জন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে রাশিয়ানরা একাধিক রকেট লঞ্চার দিয়ে লাইমান শহরে আক্রমণ করে।’

টেলিগ্রাম মেসেজিং অ্যাপে তিনি বলেন, ‘এ রুশ হামলায় একটি বাড়ি ও দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে তদন্তের কাজ শুরু করছে।’

লাইমান শহরটি পূর্ব দোনেৎস্ক অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন। ইউক্রেনের সামরিক বাহিনী তাদের প্রতিদিনের সামরিক আপডেটে বলেছে যে তারা লাইমান শহরের কাছে রাশিয়ান সৈন্যদের আক্রমণের প্রচেষ্টা প্রতিহত করেছে।

অপরদিকে রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু দেশটির সৈন্যদের পরিদর্শন করেছেন। তিনি চুক্তিবদ্ধ চাকুরীজীবীদের নিয়ে গঠিত সেনা ইউনিটের প্রশিক্ষণ তত্ত্বাবধান করেছেন।

এ বিষয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রাম চ্যানেলে ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। সেখানে দেখা যায় যে শোইগু সামরিক পোশাক পরে শ্যুটিং রেঞ্জে সৈন্যদের পরিদর্শন করছেন।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৫০০ দিনের মতো চলছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top