ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে নিহত ৯০০, দুর্গতরা অসহায়!
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৫, ১৫:১৮
ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ এখন প্রকৃতির রোষানলে। টানা বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। যা দেশের ইতিহাসে অন্যতম ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়।
স্থানীয় কর্মকর্তারা নিশ্চিত করেছেন, সুমাত্রা এবং আচেহ প্রদেশের বিভিন্ন অঞ্চল থেকে এ পর্যন্ত ৯১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে উদ্বেগজনকভাবে এখনও কমপক্ষে ২৭৪ জন মানুষ নিখোঁজ রয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আচেহ প্রদেশের তামিয়াং জেলার বাসিন্দারা খাবার, বিশুদ্ধ পানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের তীব্র সংকটে ভুগছেন। প্রত্যন্ত এলাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় দুর্ভোগ বেড়েছে বহুগুণ। এক স্কুলছাত্র জানিয়েছে, তারা এক সপ্তাহ ধরে আটকে আছে এবং পানির অভাবে বাধ্য হচ্ছে বন্যার পানি ফুটিয়ে পান করতে।
প্রেসিডেন্ট প্রবাও সুবিয়ান্তো পরিস্থিতি উন্নতির কথা বললেও সুমাত্রা ও আচেহ প্রদেশের স্থানীয় প্রশাসন এই বক্তব্যের সঙ্গে একমত নন। সহায়তা কেন্দ্র থেকে খাবার সংগ্রহ করতে সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
তাই বিপর্যয় মোকাবিলায় দ্রুত জরুরি অবস্থা ঘোষণার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন। এই কঠিন সময়ে ইন্দোনেশিয়ার সাধারণ মানুষ তাকিয়ে আছে কেন্দ্রীয় সাহায্যের দিকে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।