পাকিস্তানি সেনাদের হামলায় দুই দিনে নিহত কমপক্ষে ২৩ আফগান তালেবান সেনা
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৫, ০৮:১৬
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের চামান সীমান্তে গত দুই দিনে পাকিস্তানি সেনাদের হামলায় কমপক্ষে ২৩ আফগান তালেবান সেনা নিহত হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) পাকিস্তানের শীর্ষ গণমাধ্যম দ্য নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।
মাধ্যমটির দাবি, একটি বিশ্বস্ত সামরিক সূত্র জানিয়েছে— শুক্রবার মধ্যরাতে চামানের জামান সেক্টরে আফগান সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে প্রথমে ছোট অস্ত্র দিয়ে গুলি চালায়।
এরপর পাকিস্তানি সেনারা পাল্টা জবাব দিতে বাধ্য হয়। প্রথমে হালকা অস্ত্র ব্যবহার করলেও প্রায় ৪৫ মিনিটের গোলাগুলির পর ভারী অস্ত্র— রকেট লঞ্চার, কামান ও ভারী মেশিনগান ব্যবহার করে হামলা চালানো হয়। এতে আফগান তালেবান সেনাদের তিনটি সীমান্ত চৌকি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়।
সূত্রটি জানিয়েছে, “সাধারণ আফগান জনগণ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য নির্ভুল অস্ত্র ব্যবহার করা হয়েছে।”
প্রথম ধাক্কায় পিছু হটে আফগান সেনারা জনবহুল এলাকায় অবস্থান নেয় এবং সেখান থেকে আবারও গুলি ছোড়ে। এর পরিপ্রেক্ষিতে পাকিস্তানি সেনারাও ওই এলাকাগুলো লক্ষ্য করে ভারী অস্ত্রে হামলা চালায়।
এ ঘটনায় অঞ্চলজুড়ে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। আন্তর্জাতিক মহলও সীমান্ত পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।