ক্রেমলিন স্বাগত জানালো ট্রাম্পের নতুন জাতীয় নিরাপত্তা কৌশলকে
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৮
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদিত নতুন জাতীয় নিরাপত্তা কৌশলকে স্বাগত জানিয়েছে ক্রেমলিন। রাশিয়া বলেছে, এই নীতিমালা তাদের বৈশ্বিক দৃষ্টিভঙ্গির সঙ্গে অনেক ক্ষেত্রে সামঞ্জস্যপূর্ণ।গত সপ্তাহে প্রকাশিত নথিতে ইউরোপীয় সভ্যতা বিলুপ্তির হুমকির উল্লেখ করা হয়েছে। এতে ইউক্রেন যুদ্ধের অবসানকে যুক্তরাষ্ট্রের ‘মূল’ স্বার্থ হিসেবে দেখা হয়েছে এবং মস্কোর সঙ্গে কৌশলগত স্থিতিশীলতা পুনরুদ্ধারের দিকেও জোর দেওয়া হয়েছে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, নথির অনেক অংশ রাশিয়ার দৃষ্টিভঙ্গির সঙ্গে মিল খুঁজে পাওয়া যায়। ন্যাটোকে ‘ক্রমাগত সম্প্রসারণশীল জোট’ হিসেবে দেখার প্রবণতা কমানোকে রাশিয়া স্বাগত জানিয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের ‘ডিপ স্টেট’ এই অবস্থান নথির সঙ্গে পুরোপুরি মিলবে কি না, তা এখনো স্পষ্ট নয়।২০১৪ সালের ক্রিমিয়া দখল এবং ২০২২ সালের ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসনের পর যুক্তরাষ্ট্রের পূর্ববর্তী কৌশল নথিগুলোতে রাশিয়াকে হুমকি হিসেবে চিহ্নিত করা হতো। তবে ট্রাম্প প্রশাসনের অধীনে অবস্থান পরিবর্তিত হয়েছে। তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনকে ‘বন্ধু’ হিসেবে বর্ণনা করেছেন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বিরোধ প্রকাশ করেছেন।নতুন নিরাপত্তা কৌশলে ইন্দো–প্যাসিফিক অঞ্চলকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির কেন্দ্রস্থলে রাখা হয়েছে। তাইওয়ান প্রণালীতে সংঘাত প্রতিরোধে সামরিক সক্ষমতা বাড়ানোর অঙ্গীকারও এতে অন্তর্ভুক্ত।
বিশেষজ্ঞরা মনে করেন, ট্রাম্পের এই নথি ‘আমেরিকা ফার্স্ট’ নীতি অনুযায়ী বৈশ্বিক মিত্রতা পুনরায় সাজানোর ইঙ্গিত দিচ্ছে। একই সঙ্গে ইউরোপের ‘পশ্চিমা পরিচয়’ রক্ষা এবং সভ্যতার বিলুপ্তি ঠেকানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।