শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
  • ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


যুক্তরাষ্ট্রকে কঠোর বার্তা দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০২১, ২০:১৫

মোহাম্মদ জাওয়াদ জারিফ

পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী দেশগুলো প্রতিশ্রুতি পূরণ করলেই ইরান আলোচনায় বসবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ। তিনি আরো বলেন, নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের ইরান নীতির সমালোচনা করছেন ঠিকই কিন্তু বাস্তবে তিনি ট্রাম্পের পথই অনুসরণ করছেন।

রোববার মোহাম্মাদ জাওয়াদ জারিফ তার দেশের নীতি-অবস্থান স্পষ্ট করে বলেছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত আমেরিকা পরমাণু সমঝোতায় ফিরতে পারবে না। এসময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমেরিকা শুধু বলপ্রয়োগ, নিষেধাজ্ঞা আর চাপপ্রয়োগের ভাষা বোঝে কিন্তু হাজার বছরের ইতিহাস বিবেচনায় নিয়ে দেশটি কাজ করে না। আমাদেরও একটি বিশ্বময় সাম্রাজ্য ছিল যা আমেরিকার ইতিহাসের চেয়ে বেশিদিন টিকেছে।’

জারিফ বলেন, ইরানি জনগণের বিরুদ্ধে চাপ প্রয়োগ করে ইতিহাসের কোনো যুগে কেউ কিছু আদায় করতে পারেনি। আর ‘সর্বোচ্চ চাপ’ যে ‘সর্বোচ্চ ব্যর্থ’ হয়েছে তা তো তারা নিজেরাই স্বীকার করছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “ট্রাম্প পরমাণু সমঝোতা ত্যাগ করেছিলেন ইরান সরকারের পতন ঘটানোর আশায়। অথচ এখন তার সরকারের পতন হয়েছে আর আমরা এখনো টিকে আছি। আমার মনে হয় এটি একটি ভালো শিক্ষা। আমেরিকার সাতজন প্রেসিডেন্ট ক্ষমতা হারিয়েছেন। তাদের প্রত্যেকে ইরান সরকারের পতন চেয়েছেন। আজ তাদের কেউ ক্ষমতায় নেই কিন্তু আমরা এখনো বহাল তবিয়তে রয়েছি।”

এন এফ৭১/ফামি/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top