• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


পাবনায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

পাবনা থেকে | প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২১, ২০:৫০

পাবনায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

পাবনার সাঁথিয়ার গৃহবধূ তাজরিন খাতুন (২৮) কে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী কে ফাঁসি ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। রোববার দুপুরে পাবনার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ ওয়ালিউল ইসলাম এ রায় ঘোষণা করেন।

মামলার এজাহারের বরাত দিয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুর রকিব জানান, ২০১৬ সালের ১৭ সেপ্টেম্বর রাতে যৌতুকের টাকা না পেয়ে আলমগীর তার স্ত্রী তাজরিনকে শ্বাসরোধ ও আগুনে পুড়িয়ে হত্যা করে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না। এ ঘটনার পরদিন ১৮ সেপ্টেম্বর নিহতের ভাই সবুজ হোসেন বাদী হয়ে সাঁথিয়া থানায় ৮ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে স্বামী আলমগীরকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণ শেষে রোববার অভিযুক্ত স্বামী আলমগীরকে মৃত্যুদন্ড এবং আরো এক লাখ টাকা জরিমানা করেন। এ সময় বাকি সাত আসামীকে বেকুসুর খালাস দেয়া হয়। রায় ঘোষণার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন। মামলায় সরকার পক্ষে আইনজীবী ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট আব্দুর রকিব এবং আসামী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বাচ্চু।


এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: পাবনা


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top