শনিবার, ৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

রাজবাড়ীতে জুট মিলে ভয়াবহ আগুন

রাজবাড়ী থেকে | প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২১, ২৩:২৬

রাজবাড়ীতে জুট মিলে ভয়াবহ আগুন

রাজবাড়ীতে ‌‘রাজবাড়ী জুট মিল’ নামের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে রাজবাড়ী সদর উপজেলার আলাদিপুর এলাকার এই জুট মিলে আগুন লাগে।

খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে রাজবাড়ী ফায়ার সার্ভিসের একটি ইউনিট। কিছুক্ষণ পর এই আগুন নিয়ন্ত্রণে যুক্ত হয় আরও ৫টি ইউনিট। জানা গেছে, উৎপাদন কারখানার ১ নং ইউনিটে তেলের টেঙ্কি থেকে আগুনের সূত্রপাত ঘটে।

বৃহত্তর ফরিদপুর ইউনিটের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুই ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এনেছি। তবে সম্পূর্ণরূপে আগুন নেভাতে ইউনিটগুলো কাজ করে যাচ্ছে।

রাজবাড়ী জুট মি‌লের জেনা‌রেল ম্যানেজার আলী আহম্মেদ ব‌লেন, শুক্রবার মিল বন্ধ ছি‌লে। মিলের ইমালশন প্লান্ট থে‌কে অ‌গ্নিকা‌ণ্ডের সূত্রপাত হয়। বিষয়‌টি স্থানীয়রা দে‌খে চিৎকার শুরু ক‌রে। প‌রে আমরা ফায়ার সা‌র্ভিস‌কে খবর দিই। আমা‌দের প্রতি‌দিন ৭০ টন উৎপাদন কারখানার এক‌টি ইউ‌নিট সম্পূর্ণরূ‌পে পু‌ড়ে যায় এবং আরও দুইটি ইউ‌নি‌টের ৮০ শতাংশ ক্ষ‌তিগ্রস্ত হ‌য়ে‌ছে। মিল‌টি‌তে ২ হাজার ৫০০ শ্রমিক কাজ করে।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top